গোবর সার

গাছে গোবর সার ব্যবহার ও উপকারিতা

গরুর মলমূত্র একত্রে মিশিয়ে ও পঁচিয়ে তৈরী করা হয় গোবর সার। এই সার বাংলাদেশের কৃষকের কাছে অত্যন্ত পরিচিত ও উত্তম মানের সার। এত অধিক পরিমাণ জৈব সার অন্য কোনো গৃহপালিত পশুপাখি থেকে পাওয়া যায় না।

আমাদের দেশের গ্রামাঞ্চলে সাধারনত তরল বা ভেজা গোবর সার ব্যবহার করা হয়। ঐ সার যেমন দুর্গন্ধ, তেমনই তার পরিবহণ থেকে শুরু করে অপসারণ পর্যন্ত খরচের অন্ত নেই৷ কিন্তু তরল গোবর সার থেকে শুকনো গোবর ব্যবহার সুবিধাজনক। তাছাড়া এই শুঁকনো গোবর সারের গুণগত মান পুরোপুরি ঠিক থাকে।

পরিচিতি: গরুর মলমূত্র একত্রে মিশিয়ে ও পঁচিয়ে তৈরী করা হয় গোবর সার। এই সার বাংলাদেশের কৃষকের কাছে অত্যন্ত পরিচিত ও উত্তম মানের সার। এত অধিক পরিমাণ জৈব সার অন্য কোনো গৃহপালিত পশুপাখি থেকে পাওয়া যায় না।

আমাদের দেশের গ্রামাঞ্চলে সাধারনত তরল বা ভেজা গোবর সার ব্যবহার করা হয়। ঐ সার যেমন দুর্গন্ধ, তেমনই তার পরিবহণ থেকে শুরু করে অপসারণ পর্যন্ত খরচের অন্ত নেই৷ কিন্তু তরল গোবর সার থেকে শুকনো গোবর ব্যবহার সুবিধাজনক। তাছাড়া এই শুঁকনো গোবর সারের গুণগত মান পুরোপুরি ঠিক থাকে।

শুকনা গোবর সার ব্যাবহারের উপকারিতাঃ * মাটির পানিরধারণ ক্ষমতা ও অন্যান্য ভৌত অবস্থার উন্নতি ঘটবে। * ভিটামিন ও হরমোন নিঃসরণ করে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। * একরপ্রতি গাছকে ১২-১৫ কেজি নাইট্রোজেন জোগান দেবে। * ফসলের ফলন ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং * চাষের খরচ কম হবে। * মাটিতে গাছের পুষ্টি বজায় থাকবে। * মাটির জীবাণুর বৃদ্ধি ফলে উদ্ভিদ খাদ্যের আয়ন-ব্যয়ন প্রক্রিয়া বাড়বে। * মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়বে। * গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

শেয়ার করুন: