অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম

অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম ক্যাকটাস

রাশেদ শিকদার ইমতিয়াজ: অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম ক্যাকটাসের আদিনিবাস মেক্সিকোর মালভূমিতে। অসম্ভব সুন্দর এই ক্যাকটাসটি তার গঠনের জন্য অনেকের কাছে "বিশপ ক্যাপ" কিংবা "হুড ক্যাকটাস" নামেও বেশ পরিচিত। এস্ট্রোফাইটাম প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং দৈর্ঘ্যে সবচেয়ে লম্বা প্রজাতির একটি ক্যাকটাস হল এটি।

ক্যাকটাস মিডিয়ায় এদের পরিপূর্ণ বৃদ্ধি ঘটে। মিডিয়া শুকিয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। এটি বেশ হার্ডি একটি ক্যাকটাস। এই প্রজাতির ক্যাকটাস ফুল ফুটার জন্য উপযুক্ত হতে তার ১৫ সেন্টিমিটার উচ্চতার প্রয়োজন হয়। গ্রীষ্মকালে এদের সুন্দর ফুল হয়। এদের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণ রোদ প্রয়োজন।এদের ফুল থেকে বীজ হয় এবং বীজ থেকে সহজে চারা করা যায়।

শেয়ার করুন: