ইসলাম ধর্ম গ্রহণ করলেন উগান্ডার ১৮ নারীসহ ৪৯ জন

ইসলাম শান্তির ধর্ম তাই ওমানে বসবাসরত ৪টি দেশের ৪৯ নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দেশটির মিনিষ্ট্রি অব আওকাফ এণ্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স (এমএআরএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এমএআরএ বলছে, এটা তাদের মন্ত্রণালয়ের প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। ইসলাম ও সাংস্কৃতিক বিনিময় বিভাগের দপ্তর ইফতা ইসলামের সংস্কৃতি ছড়িয়ে দিতে মুখ্য ভূমিকা রেখেছে।

জানা গেছে, ওমানে বসবাসরত ১৮ জন উগান্ডার নারী, ১১ ফিলিপিনো পুরুষ ও ৩ নারী, শ্রীলঙ্কার ৫ নারী এবং তানজানিয়ার নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এক্ষেত্রে আওয়াফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের ইফতা নামের দপ্তরের ইসলামী ও সাংস্কৃতিক বিনিময় বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় সচেতনতা বৃদ্ধি, অনুসরণ, এবং নতুন ইসলাম গ্রহণকারীদের বিষয়ে ওই সংস্থাটি কাজ করে থাকে।

শেয়ার করুন: