আমাদের সমাজে দেখা যায় যখন অতিবৃষ্টি, শিলাবৃষ্টি কিংবা ঝড়-তুফান হয় তখন বলা হয় আজান দিতে। অনেক জায়গায় এ সময় আজান দেয়া হয়। বিশেষত ঘরের মুরুব্বিগণ এ বিষয়টির বেশি তাকিদ দিয়ে থাকেন।
প্রশ্ন হলো, তাদের এ আজান কি শরিয়তসম্মত? এ সময় আজান দেয়া কি জায়েজ? শরিয়ত এ ব্যাপারে কী বলে? এর উত্তর হলো, আজান দেয়া নামাজের জন্য সুন্নাতে মুয়াক্কাদাহ। আর বেশি শিলাবৃষ্টি, ঝড়-তুফান কিংবা অস্বাভাবিক ঘূর্ণিঝড় দেখা দিলে আজান দেয়া মুস্তাহাব।
সমাজের লোকজন যে আজান দেন তা শরিয়তসম্মত। এতে কোনো সমস্যা নেই। দলিলসমূহ: আদ-দুররুল মুখতার : ২/৫০, ফাতাওয়া হিন্দিয়া : ১/৫৩, ফাতাওয়া তাতারখানিয়া : ১/৬৯, ফাতাওয়া মাদানিয়া : ২/২৫