ইসলামে

অন্য ধর্মের লোকদের কি সালাম দেবো? জেনে নিন উত্তর...

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : অন্য ধর্মের লোকদের আমরা কীভাবে সম্বোধন করব? তিনি তো শিক্ষকও হতে পারেন। আমরা কি সালাম দেবো?

উত্তর : না, অন্য ধর্মের যাঁরা রয়েছেন, তাঁদের আপনি সালাম দেবেন না। সালামের বিধান তাঁদের জন্য প্রযোজ্য না।

যদি কোনো কারণে সৌজন্যতার বিষয় থাকে, তাহলে তিনি যে ধর্মের, সেই ধর্মের সৌজন্যতা করাই বৈধ হতে পারে। অন্যথায় তাঁকে শুধু সৌজন্য আচরণের মাধ্যমে স্বাগত জানাবেন।

কিন্তু সেই সৌজন্যতার মধ্যে যদি তায়াব্বুদি বিষয় এসে যায়, যেমন : আপনি যদি হিন্দু ধর্মের ভাইদের সম্বোধন করেন, সেখানে ‘নমস্কার’ শব্দটি কঠিন। সেখানে ইবাদতের বিষয় রয়েছে। কিন্তু আপনি যদি ‘আদাব’ বলেন, এটি শিষ্টাচারের মতো, এখানে অতিরিক্ত কিছুই নেই। তাদের যেই সৌজন্য, সেটি করতে পারেন।

অথবা সৌজন্যবশত অন্য কোনো আচরণ আপনি করতে পারেন, যেমন : শুভ সকাল, শুভ সন্ধ্যা। কারণ এগুলোর মধ্যে হারাম শব্দ নেই, হারাম কোনো বিষয় নেই, এখানে তাদের সংস্কৃতির বিষয় এসে যায়। সেটি যদি সামাজিক কোনো কারণে প্রয়োজন হয়, তাহলে করা যাবে।

সৌজন্য আচরণ করতে পারেন, তবে সালাম তাঁদের জন্য প্রযোজ্য হবে না।

যদি অন্য ধর্মের কেউ আপনাকে সালাম দেয়, তাহলে আপনি অবশ্যই তার জবাবে ‘ওয়ালাইকুম’ বলবেন। এটি জায়েজ রয়েছে।

শেয়ার করুন: