আগুন

যেখানে রয়েছে ‘জাহান্নামের দরজা’

পৃথিবীতে জাহান্নামের দরজা খ্যাত একটি এক এলাকা রয়েছে! তুর্কমেনিস্তানে অবস্থিত একটি খনিকে বলা হয় জাহান্নামের দরজা। এটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত।

মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাসের খনি। ১৯৭১ সালে গ্যাস উত্তোলনের সময় একটি ড্রেজার খনির ভেতর পড়ে যায়। তখন মিথেন গ্যাস ছড়িয়ে পরিবেশ ক্ষতির আশঙ্কা দেখা দেয়। ক্ষতি এড়াতে খনিতে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর থেকেই খনিটিতে আগুন জ্বলছে। কমলা রঙের গাঢ় আগুন দেখতে এখানে ছুটে আসেন পর্যটকের দল।

পৃথিবীর অন্যতম বৃহত্তম এই গ্যাসের খনিতে দীর্ঘ সময়ের আগুনের জন্য পরিচিতি লাভ করেছে পর্যটন নগরী হিসেবে। তুর্কমেনিস্তানের রাজধানী হতে দুই শত ষাট কিলোমিটার উত্তরে কারাকুম মরুভুমিতে এর অবস্থান।

তেলের খনি সন্দেহে খননের পর গ্যাস খনি আবিস্কার হয় আর দুর্ঘটনাবশত আগুন লাগানোর পর প্রকৌশলীদের ধারণা ছিল সময়ের সাথে সাথে তা নিভে যাবে কিন্তু তা আর নেভেনি।

শেয়ার করুন: