কোরবানি

ভাগে কোরবানি দেয়া সম্পর্কে ইসলামে যা বলেছেন…

সামনে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে থাকেন ঈদের দিন। তবে অনেক সময় সামর্থ না থাকায় কয়েকজন মিলে ভাগে কোরবানি দেন অনেকেই।

এই ভাগে কোরবানি দেয়া নিয়ে কি বলে ইসলাম? বেসরকারী টেলিভিশনের এক অনুষ্ঠানের প্রশ্নোওর পর্বে, ভাগে কোরবানি দেয়া কতটুকু জায়েজ? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, প্রথম কথা হচ্ছে গরু, মহিষ ও উট এই জাতীয় যে পশুগুলো কোরবানির জন্য বৈধ, সেগুলোর মধ্যে ভাগে কোরবানি দেওয়া জায়েজ। রাসুল (সা.) সাত ভাগ পর্যন্ত কোরবানি দেওয়া অনুমোদন করেছেন।

সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা বোঝা যায়, রাসুল (সা.) উটের মধ্যে ১০ ভাগ পর্যন্ত কোরবানি দেওয়ার অনুমোদন দিয়েছেন। সুতরাং এ ক্ষেত্রে ভাগে কোরবানি করা জায়েজ, নাজায়েজ নয়।

এটি প্রায় সব ওলামায়ে কেরামের বক্তব্য। কিছু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বক্তব্য রয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয় অথবা যার পক্ষে সামান্যতম কোনো বর্ণনা নেই।

কেউ কেউ বলেছেন যে, ভাগে কোরবানি দেওয়া জায়েজ নয়। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত, সহিহ মুসলিমের রেওয়াতেরে মধ্যে স্পষ্ট করে উল্লেখ রয়েছে রাসুল (সা.) ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে রুখসাত (অনুমোদন) দিয়েছেন।

শেয়ার করুন: