জেনে নিন ছোট্ট যে গুণ না থাকলে কোন ব্যক্তি ‘মুমিন’ হিসেবে গণ্য হবে না!

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে এরশাদ করেছেন,‘যে ব্যক্তি ভাল কাজের সুপারিশ করবে সে তার থেকে (সওয়াবের) অংশ পাবে আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে সেও তা থেকে (গুনাহের) অংশ পাবে।

-(সূরা আন-নিসা : ৮৫) ইসলামে মুমিনের বৈশিষ্ট্য : হযরত আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। ছোট্ট যে গুণ না থাকলে কোন ব্যক্তি ‘মুমিন’ হিসেবে গণ্য হবে না!

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ছোট্ট এই গুণটি না থাকলে তোমাদের মধ্যে কেউই মুমিন হতে পারবে না, গুণটি হলো কোন ব্যক্তি তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।ছোট্ট যে গুণ না থাকলে কোন ব্যক্তি ‘মুমিন’ হিসেবে গণ্য হবে না!

(ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন) হযরত আবু মূসা আশ’আরী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত।তিনি বলেন, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : এক মুমিন অন্য মুমিনের জন্য প্রাচীর স্বরূপ যার এক অংশ অন্য অংশকে শক্তি যোগায়।

তিনি তার এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের ফাঁকে ঢুকিয়ে দেখান। -(বুখারী ও মুসলিম) হযরত নুমান ইবনে বশীর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত।

তিনি বলেন, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : পারস্পরিক ভালবাবাসা, দয়া-অনুগ্রহ ও মায়া-মমতার দৃষ্টিকোন থেকে

ছোট্ট যে গুণ না থাকলে কোন ব্যক্তি ‘মুমিন’ হিসেবে গণ্য হবে না!মুমিনগণ একটি দেহের সমতুল্য যার কোন অংশ অসুস্থ হয়ে পড়লে অন্যান্য অংগ-প্রত্যংগ তা অনুভব করে, সেটা জাগ্রত অবস্থায়ই হোক কিংবা জ্বরের অবস্থায় (অর্থাৎ সর্বাবস্থায়)। -(বুখারী ও মুসলিম)

হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : মুসলিম সেই ব্যক্তি, যার মুখের ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।

আর মুহাজির সেই ব্যক্তি, যে আল্লাহর নিষিদ্ধ জিনিষ পরিত্যাগ করে। – (বুখারী ও মুসলিম) হযরত আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তোমার ভাইকে সাহায্য কর, চাই জালিম হোক অথবা মাজলুম।

ছোট্ট যে গুণ না থাকলে কোন ব্যক্তি ‘মুমিন’ হিসেবে গণ্য হবে না!এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! সে যদি মজলুম হয় আমি তাকে সাহায্য করব, কিন্তু যদি সে জালিম হয় তবে আমি তাকে কিভাবে সাহায্য করব?

তিনি বলেন : তাকে জুলুম করা থেকে বিরত রাখ, বাধা দাও। এটাই তাকে সাহায্য করা। -(সহীহ বুখারী)

শেয়ার করুন: