ঈদুল আজহার প্রধান জামাতের সময় ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে এ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্বে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেই বিজ্ঞপ্তিতে ঈদ উপলক্ষে সরকারি, আধাসরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত হয়।

এছাড়া কোরবানিকৃত পশুর বর্জ্য পদার্থ অপসারণ বিষয়ে সিদ্ধান্ত হয়, কোরবানিকৃত পশুর রক্ত/বর্জ্য পদার্থ দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে বিষয়ে সব প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: