যমুনা ফিউচার পার্ক

যমুনা ফিউচার পার্কে আতরের দাম ২ লাখ ২০ হাজার টাকা

যমুনা ফিউচার পার্কের আল-হারামাইন আউটলেটের সংগ্রহে রয়েছে সর্বোচ্চ দুই লাখ ২০ হাজার টাকা দামের আতর। তবে এই আতরের ক্রেতা নির্ধারিত কয়েকজন।

আউটলেটের বিক্রয় প্রতিনিধি আবু সালেহ জানান, তিনটি বোতল নিয়ে একটি প্যাকেজ। প্রতিটি বোতলে ৩৬ এমএল আতর থাকে। কোনো উৎসব উপলক্ষে নয়, সারাবছরই এ আতর ব্যবহার করেন নির্ধারিত ক্রেতারা।

১৩ জুন, বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল-হারামাইনে দুই থেকে আড়াই হাজার টাকার দামের মধ্যে কিছু আতর রয়েছে, যার ক্রেতার সংখ্যা বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন শপিংমল-মার্কেটে আতর-টুপির বিক্রি বেড়েছে। মান ও ওজনভেদে আতরের দাম সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত।

তবে আতরের চেয়ে টুপির বাজার জমজমাট। পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একেকটি টুপি। বিদেশে তৈরি টুপির পাশাপাশি বাংলাদেশে তৈরি টুপির চাহিদাও রয়েছে।

শেয়ার করুন: