কোরআন

সুরা আর-রাহমানের কারিশমা

এই হাসপাতালের আই সি ইউ তে রোগীদের চিকিৎসার সাথে সাথে দিনে তিন বার করে সূরা আর রাহমান তিলাওয়াত করে শুনানো হয় … তবে এক্ষেত্রে স্পিকারের সাহায্যে রেকর্ড কৃত তেলাওয়াত শোনানো হয়।

এখানে ডাক্তার দের সাথে কথা বলে জানা যায় তারাই হাসপাতাল অথোরিটির মাধ্যমে রোগীদের জন্য এই ব্যবস্থা করিয়েছেন। তারা মনে করেন বরকত ময় এ সূরা রোগীর কষ্ট কম হতে এবং আরোগ্য লাভে সহায়ক।

এই হাসপাতালেই আই সি ইউ তে কিছুদিন আগে এক রোগীকে নিয়ে এসে ভর্তি করা হয়, যিনি বিষ পান করে আত্ম হত্যা করতে চেয়েছিলেন, বিষ বের করে ফেলার পর ও রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল।

আই সি ইউ তে যখন তাকে রাখা হয় দিনে তিনবার করে সাত দিন এভাবে সূরা আর রাহমান শুনানো হয়। ডাক্তাররা তার বেঁচে যাওয়া কে অলৌকিক ঘটনা বলে বর্ণনা করেছেন এবং তার বেঁচে যাওয়ার পেছনে আল্লাহ তালার অশেষ রহমত এবং তার পবিত্র কালামের এই বরকত ও ফজিলত পূর্ণ সুরার অবদান রয়েছে বলে ডাক্তার সহ সবাই বিশ্বাস করেন।

শেয়ার করুন: