ত্বকের যত্নে রাতে ব্যবহার উপযোগী প্রসাধনীকে বলা হয় ‘নাইট ক্রিম’। এর রয়েছে নানান উপকারিতা। ত্বকের তারুণ্য বাড়ানো থেকে শুরু করে ত্বকে পুষ্টি যোগায়, আর্দ্রতা রক্ষা করে শুষ্কভাব কমায়।
ভারতের ত্বক বিশেষজ্ঞ রাজেস বকশী হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “এটা স্পষ্ট যে, ত্বক দিনে ও রাতে ভিন্নভাবে কাজ করে। দিনের বেলায় সূর্যের অতিবেগুনি রশ্মির পাশাপাশি পরিবেশগত চাপ যেমন- দূষণ, জীবাণু ও অন্যান্য দূষক থেকে সুরক্ষার প্রয়োজন। রাতে ত্বক পুনর্গঠনের কাজ করে। তাই দিনের চেয়ে রাতে ব্যবহারের ক্রিম আলাদা হয়।”
গভীর থেকে আর্দ্রতা রক্ষা
নাইট ক্রিম সাধারণত দিনের ক্রিমের তুলনায় বেশি ঘন হয়ে থাকে। এটা ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে এবং দিনে ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
প্রাকৃতিকভাবেই ত্বক রাতে আর্দ্রতা হারায় যেমন- ‘ট্রান্সএপিডার্মাল’ পানি হ্রাস পায়। এক্ষেত্রে ত্বকের যত্নে নাইট ক্রিম সারা রাত কাজ করে।
ত্বক পুর্নগঠন ও সতেজভাব: ঘুমের সময় শরীর পুনর্গঠনে ব্যস্ত থাকে। আর ত্বক কোষের মেরামত ও পুনর্জন্মের কাজ করে।
নাইট ক্রিমে আছে নানান উপকরণ যেমন- অ্যান্টিঅক্সিডেন্ট, পেপটাইড, রেটিনল অথবা হায়ালুরনিক অ্যাসিড। এগুলো ত্বক আর্দ্র রাখতে, কোলাজেনের উৎপাদন বাড়াতে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে।
এসব উপকরণ ত্বকের ক্ষয় পূরণের মাধ্যমে বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে সহায়তা করে।
নির্দিষ্ট সমস্যার সমাধান করে: অনেক ক্রিম ত্বকের নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি করা হয়। বাজারে উজ্জ্বলতা, টানটানভাব, বয়সের ছাপ রোধী, ব্রণনাশক ও হাইপারপিগ্মেন্টেশন কমায় এমন নানা রকম ক্রিম পাওয়া যায়।
বিশেষ ফর্মুলায় তৈরি এসব নাইট ক্রিম সারা রাত ত্বকে কাজ করে সমস্যার সমাধান করে।
পুষ্টিপ্রদান: অনেক নাইট ক্রিমে ত্বকের জন্য পুষ্টিকর উপাদান যেমন- ভিটামিন, ভেষজ নির্যাস থাকে যা ত্বকের উপকার করে।
এসব উপকরণ ত্বকের আর্দ্রতা যুগিয়ে সতেজভাব আনে, প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং ত্বকের সার্বিক স্বাস্থ্য ভালো রাখে।
সুরক্ষা: অধিকাংশ নাইট ক্রিমে ত্বক সুরক্ষার উপাদান থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পারিবেশিক চাপ, দূষণ ও সূর্যালোকের কারণে হওয়া ক্ষয় থেকে সুরক্ষিত রাখে।
এভাবে ত্বকের সার্বিক স্বাস্থ্য ভালো রাখা যায়।
উজ্জ্বল ও মসৃণ ত্বক: কিছু নাইট ক্রিমে ভিটামিন সি বা নায়াসিনামাইড থাকে যা, ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে।
এই উপকরণগুলো ত্বকের দাগ হালকা করে, ‘হাইপারপিগ্মেন্টেইশন’ কমায় এবং বিবর্ণতা হ্রাস করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে।
মনে রাখতে হবে
নানান রকম উপকার দিলেও, গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী নাইট ক্রিম বাছাই করে নিয়মিত ব্যবহার করতে হবে।
ছবির মডেল: জোজো। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফিস্টুডিও।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.