ডিএসই

বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে দুই হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (১৮ জুন-২২ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে বেড়েছে বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ডিএসইর বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৫২৯ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৮৫৪ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৫২৯ কোটি ০৪ লাখ ০৫ হাজার ২৮২ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৯ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৪২৮ টাকা।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ১৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার ৩২৫ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯১১ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ১৬৩ টাকার বা ২৩ দশমিক ৫৫ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩১৯ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৮০ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএসই এস’ সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে।আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬২টির। আর ২৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন: