বিদায়ী সপ্তাহে (৪ জুন-৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতন হয়েছে । সেই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান। আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনা দেখা যায়, বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন ১ দশমিক ৪০ শতাংশ কমেছে। পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৭৮৪ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৮০ টাকার শেয়ার ও ইউনিট।
সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৬৮৮ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকায়। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৪ হাজার ২৮১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৪৮০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫৯২ কোটি ৯৮ লাখ ০৪ হাজার ৫৯০ টাকা।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। গেল সপ্তাহে ‘ডিএস ৩০’ সূচক ৮ দশমিক ৪৪ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচক ১ দশমিক ১৪ পয়েন্ট কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৮টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১১৪টির। বিপরীতে মাত্র ৬৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৩৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৬০ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৯৭ শতাংশ।