বেরসরকারি ফলাফলে তুরস্কে নির্বাচনে রিচেপ তাইয়েপ এরদোগানকে জয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত দুই টায় এ ফলাফর তুরস্কে নির্বাচনে রিচেপ তাইয়েপ এরদোগানঘোষণা করা হয়। নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট এরদোগান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ডেইলি সাবা
৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এরদোগান। তার জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি সংসদে উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েছে। দলের বিজয়ের পর তাৎক্ষণিক এক বক্তব্যে এরদোগান বলেন এ জয়ে তুরস্কের জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। তুরস্ক প্রমাণ করেছে এটি বিশ্বের নেতৃস্থানীয় একটি গণতান্ত্রিক দেশ এবং এর জনগণের রাজনৈতিক পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতা আছে। এরদোগান আশা করছেন তার দল ৫০ শতাংশের বেশি ভোট পাবে। এরদোগানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিকদারোগ্লুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।