‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। অনন্ত জলিল অভিনীত এই সিনেমা বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত। ছবিটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম। সম্প্রতি তিনি চুক্তিভঙ্গের অভিযোগ এনে অনন্ত জলিলের বিরুদ্ধে ইরান ও বাংলাদেশের আদালতে মামলা করবেন বলে জানিয়েছিলেন।
এবার তিনি নিজের ইনস্ট্রগ্রামে ‘দিন দ্য ডে’র জন্য তার সঙ্গে অনন্তের করা চুক্তিপত্র প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে সিনেমাটির প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় চার কোটি টাকার কিছু বেশি।
তবে অনন্ত জলিলের দাবি, বাংলাদেশ থেকে কেউ কাঠি নাড়াচ্ছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সেই পরিচালক তো বাংলায় লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ’ ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।