বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। যখনই সময় পান তখনই অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন একেবারে নিজের মতো করে। সময়টা এখন অনলাইনে ভাইরাল হওয়ার।
আর তাই তো দেশ কিংবা বিদেশ যেখানেই হোক না কেন নেটদুনিয়ায় তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। এই সময়টাতে এসে জনপ্রিয়তার তুঙ্গে আছেন হিরো আলম। এর আগে তিনি একের পর এক চমক দিয়েছেন ভাইরাল গান নিজের কণ্ঠে গেয়ে।
তার ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি প্রতিনিয়ত বিনোদনমূলক অনেক ধরনের গান আপলোড করেন। কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি-না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হয়।
এবার তিনি হাজির হয়েছেন বর্তমান সময়ের মডেল রিয়া মনিকে নিয়ে ‘জানি তুই শুধু আমার’ শিরোনামের একটি ভিডিও গান নিয়ে। হিরো আলমের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি এবং রিয়া মনি। সংগীতায়োজন করেছেন মোমো রহমান এবং মায়া মনি।
নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। তাই ঈদকে সামনে রেখে গান উপহার দিলাম। এই গানের মাধ্যমে এখন নতুন লুকে আমাকে দেখা যাবে। তবে অনেকেই আমার গান নিয়ে নানা রকম মন্তব্য করে থাকে। তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’
শনিবার (৯ জুলাই) হিরো আলম গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। এক দিন না পার হতেই গানটির হাজার হাজার ভিউ হয়েছে। যা এখন ভাইরাল হওয়ার পথে।