ক্যালি রোগার্স
ক্যালি রোগার্স

অন্যের সাহায্যে দিন কাটছে একসময়ের কোটিপতির!

মাত্র ১৬ বছর বয়সে ১৮ কোটির লটারি জেতার কয়েক বছরের মধ্যে সর্বস্বান্ত

২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে জ্যাকপট জিতেছিলেন ক্যালি রোগার্স। ১, ২ নয়। একেবারে ১৮ লাখ পাউন্ডের লটারি জিতেছিলেন তিনি। ভারতীয় মুদ্রায় আজকের দিনে যা প্রায় ১৮ কোটি টাকা। ব্রিটেনের কনিষ্ঠতম জ্যাকপটজয়ী ছিলেন তিনি।

কিন্তু চমকের এখানেই শেষ নয়। জ্যাকপট জেতার ২ দশকের মধ্যে সর্বস্বান্ত হয়ে যান তিনি। এখন অন্যের সাহায্যে দিন কাটাচ্ছেন একসময়ের কোটিপতি!

১৮ কোটি টাকার মালিক কী ভাবে এত অল্প সময়ে সব খুইয়ে ফেললেন? লটারি পাওয়ার সময় পালিত মা-বাবার সঙ্গে ইংল্যান্ডের কামব্রিয়ায় থাকতেন ক্যালি। জ্যাকপট পাওয়ার কয়েক দিনের মধ্যেই নিকি লসন নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয়।

তার পরই দু’জনে ১ লাখ ৮০ হাজার পাউন্ডের একটি বাড়ি কিনে থাকতে শুরু করেন। নিকিকে বিয়ে করেন ক্যালি। তাঁদের দু’টি সন্তান হয়।

কিন্তু মাত্র ৫ বছরের মধ্যেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। ক্যালি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। আত্মহত্যার চেষ্টা করায় দুই সন্তানকে তাঁর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মানসিক ভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন তিনি।

শুধুমাত্র নাকি নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এর পর ১৭ হাজার পাউন্ড খরচ করে স্তনের অস্ত্রোপচার করান ক্যালি।

এর পর ক্রমশ আরও বিলাসিতায় গা ভাসিয়ে দিতে থাকেন তিনি। রাতপার্টি, মাদকের নেশা গ্রাস করে তাঁকে। তার উপর সুবিধাবাদী কিছু বন্ধু তো ছিলই।

রীতিমতো টাকা ওড়াতে শুরু করেছিলেন তিনি। নিজেই জানান, আড়াই লাখ পাউন্ড খরচ করেন শুধুমাত্র নেশার টানে। যখন তখন বন্ধুবান্ধবদের আবদার মেটাতে মোটা টাকা খরচ করতেন। এর পাশাপাশি নিজের জন্য বড় অঙ্কের খরচ তো রয়েইছে।

তাঁর জামাকাপড়ের সংগ্রহ দেখলে তাক লেগে যাবে। ৩ লাখ পাউন্ডের ডিজাইনার জামা রয়েছে তাঁর আলমারিতে। একসময় এমন জীবন কাটানো ক্যালি এখন জীবনধারণের জন্য নির্ভরশীল প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের উপর।

শেয়ার করুন: