রাশেদ শিকদার ইমতিয়াজ: ইউফোরবিয়া অবেসা ক্যাকটাস ফুল দেওয়া প্রজাতির মধ্যে অন্যতম। এর আদিনিবাস দক্ষিণ আফ্রিকায়। এর গঠন দেখতে অনেকটা বেসবলের মত হওয়ার কারণে অনেকেই একে বেসবল প্ল্যান্ট নামে ডাকে। দেখতে অনেকটা এস্ট্রোর মতো হওয়ায় অনেকেই একে ভুলবশত এস্ট্রোফাইটামের কোনো প্রজাতি মনে করে। এর বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমান রোদ প্রয়োজন।তবে সেমি সেডেও খুব সুন্দর ভাবে বেড়ে উঠে। মিডিয়া শুকালে পানি দিতে হবে।তবে অবশ্যই ভালো ড্রেনেজ সিস্টেম হতে হবে।
সাকুলেন্ট কিংবা ক্যাক্টাস মিডিয়ায় খুব সুন্দর বৃদ্ধি ঘটে। এতে খুব ক্ষুদ্রাকৃতির ফুল ফুটে। সীড থেকে খুব সহজে চারা তৈরি করা যায়।