রাশেদ শিকদার ইমতিয়াজ:
প্যারোডিয়া স্কোপা ক্যাকটাস পরিবারের ফুল দেওয়া ক্যাকটাস এর মধ্যে অন্যতম। এর অন্য নাম গুলো হচ্ছে সিলভার বল ক্যাকটাস এবং স্নোবল ক্যাকটাস। এর আদিনিবাস দক্ষিণ ব্রাজিল এবং উরুগুয়ের উচ্চভূমিতে।
বর্ণনা: প্যারোডিয়া স্কোপা হলো একটি রূপালী কাঁটাযুক্ত ক্যাকটাস। যা গুচ্ছাকারে উজ্জ্বল হলুদ ফুল দিয়ে থাকে। এর শাখাগুলো ছোট ছোট ব্রাশের মতো কোমল কাঁটা দিয়ে আবৃত থাকে। এর কাঁটাগুলো সাদা এবং লাল-বাদামী রঙের হয়ে থাকে।
ফুল: উজ্জ্বল হলুদ ফুলের গুচ্ছ কান্ডের উপরের অংশে একটি বলয় তৈরি করে। যা ২-৪ সেমি লম্বা এবং ৩,৫-৪,৫ সেমি ব্যাস।
ফুলের মৌসুম: জুন-জুলাই।
বংশবিস্তার: বীজ এবং কাটিং থেকে সহজেই নতুন চারা করা যায়।