মমতা ব্যানার্জী
মমতা ব্যানার্জী

ব্যক্তিগত প্রতিহিংসা দেখিয়ে কলকাতা টিভি বন্ধ করবেন না, হুঁশিয়ারি মমতার

লাইসেন্স নবায়ন নিয়ে কলকাতা টিভিকে কেন্দ্রের নোটিস প্রসঙ্গে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কলকাতা টিভি সম্প্রচার শর্ত মানেনি এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রচার বন্ধের নোটিশ পাঠিয়েছে।

মমতা এই প্রসঙ্গে বলেন, সরকারবিরোধী প্রচারের জন্য কলকাতা টিভি বন্ধ করা হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসার জন্য। এটা যেন না করা হয়। বাংলার মানুষ এটা মেনে নেবে না।

তিনি বলেন, সংবাদমাধ্যম কাকে সমর্থন করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি তার জন্যে একটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কলকাতা টিভির লাইসেন্স নবিকরণ না হওয়ায় এবং নিরাপত্তা স্বত্ব কলকাতা টিভি মানছে না অভিযোগ জানিয়ে নোটিশ পাঠিয়েছে।

শেয়ার করুন: