ফল মানেই তা ভিটামিনে ভরপুর। সে যেই ফলই হোক না কেন। আমাদের দেহের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবনের চাহিদা মেটায় নানা ধরনের ফল। এইজন্য প্রতিদিন অন্তত একটা করে টাটকা ফল অবশ্যই খাওয়া উচিত। এতে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে অনেকগুন।
তবে ফল হিসেবে কিউই নামের একধরনের ছোট্ট ফলের গুনাগুণ রয়েছে অপরিসীম। যা আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি মেটায়, শরীরকে রাখে ভিতর থেকে তরতাজা। স্বাদে ভরপুর এই ফলের স্বাস্থ্য উপকারিতাও প্রচুর। একটি ফল খেলেই পাবেন হাজারো সমস্যা থেকে মুক্তি।
জেনে নিন কিউই ফলের উপকারিতা- হার্টকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ করে, হজমে সহায়তা করে, চোখ ভালো রাখে, হাড় ও দাঁত ভাল রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে।