তোফায়েল

ভারতে চিকিৎসাধীন তোফায়েল আহমেদ ভালো আছেন

ভারতের হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়। এর আগে আজ শুক্রবার সকালে তোফায়েল আহমেদ চিকিৎসার জন্য দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ফেসবুক স্ট্যাটাসে শাবান মাহমুদ লেখেন, “আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা মাশাল্লাহ স্থিতিশীল। দিল্লির অদূরে হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে সেখানকার নিউরো মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের অধীনে তোফায়েল আহমেদের চিকিৎসা চলছে। দুপুরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মুহাম্মদ ইমরান প্রিয় নেতা তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। তিনি এখন ভালো আছেন, তার জন্য সবাই দোয়া করবেন।”

শেয়ার করুন: