খাবার

গভীর রাতে খেলেই ক্ষতি

রাত গভীর হলেই ফ্রিজে হামলা দেন অনেকেই! যা পান তাই খেয়ে নেন। সারাদিন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়ার পর ভুল সময়ে এমন অভ্যাস মোটেও ভালো নয়। এতে ওপর খারাপ প্রভাব ফেলে।


গভীর রাতে খাওয়া রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি, হার্টের অসুখ, স্থূলত্বের মতো অনেক স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে। রাতে খাওয়ার কারণে আপনার কী কী স্বাস্থ্য সমস্যা হতে পারে জেনে নিন-

অপর্যাপ্ত ঘুম: ভালো ঘুম পেতে রাতের খাবার জলদি খেতে হবে। রাতে দেরি করে ঘুমালে শরীর ও মন পর্যাপ্ত বিশ্রাম পায় না।

হজমের সমস্যা: অসময়ের পেটপূজা স্বাভাবিক হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। পরে এ কারণে হৃদযন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে।

বাড়তি ক্যালরি: রাতের খাবারের পর শারীরিক পরিশ্রমের কোনো সম্ভাবনা থাকে না বললেই চলে। ফলে শরীর বাড়তি ক্যালরি খরচ করার সুযোগ পায় না।

ওজন বাড়ে: রাতের খাবার খেতে দেরি করা এবং অপর্যাপ্ত ঘুমের ফলে ওজন বাড়ে।

বুক জ্বালাপোড়া ও অ্যাসিডিটি: প্রতিবার খাওয়ার পর ওই খাবারকে প্রক্রিয়াজাত করতে শরীরের চাই কিছুটা সময়। তবে খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীতে থাকা অ্যাসিড উপরে উঠে আসতে পারে। ফলে বুক জ্বালাপোড়া ও অ্যাসিডিটি হতে পারে।

শেয়ার করুন: