বিশ্বের সবচেয়ে উচ্চতম সৌধ বুর্জ খলিফায় বসে স্বামী আনাস সাঈদের সঙ্গে সকালের খাবার খেলেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। সকালের নাস্তায় নানান পদের খাবারের সঙ্গে ছিলো কফি। আকাশছোঁয়া দামের এই কফিটি দেয়া হয়েছিলো সোনায় মোড়া কাপে।
১২২ তলায় বসে সকালের নাস্তার সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সানা লিখেছেন, যখন আপনার স্বামী চমকে দিতে উচ্চতম বুর্জ খলিফায় সকালের নাস্তার জন্য নিয়ে যান...। তার নিচে লিখেছেন, গোল্ড প্লেটেড কফি। এদিকে আনাস সাঈদ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, বেগমের সঙ্গে সকালের নাস্তা করার অসাধারণ অনুভূতি।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বিনোদন জগত ছেড়ে ধর্মের পথে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী সানা খান। এরপর নভেম্বরে তিনি গুজরাতের মাওলানা আনাস সাঈদকে বিয়ে করেন।