আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে ইলি লিউওটোলোক আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠেছে। রবিবার জাগ্রত এই আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই অংশের চার কিলোমিটার এলাকা। ছাইয়ের পুরু স্তর পড়ে গিয়েছে রাস্তায়। এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ২৭০০ মানুষকে।

ইন্দোনেশিয়ায় রয়েছে প্রায় ১৩০০ টি আগ্নেয়গিরি, জা অন্য যে কোন দেশের চেয়ে সবচেয়ে বেশি। এইসকল আগ্নেয়গিরি একবার জাগ্রত হলে তা বজায় থাকে মাঝে মাঝে এক্ মাস আবার কখনো কয়েক সপ্তাহ। ইন্দোনেশিয়ার রাজধানী থেকে ২৬০০ কিলোমিটার দূরে এই আগ্নেয়গিরি জেগে উঠে।

শেয়ার করুন: