বাংলাদেশ আওয়ামী লীগ

পৌরসভা নির্বাচন: প্রথম দিনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি কেউ

প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৫টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও রেজুলেশন না থাকায় প্রথম দিনে কেউ ফরম সংগ্রহ করেননি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেয়া হচ্ছে। তবে, প্রথম দিনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করতে দেখা যায়নি।

ক্ষমতাসীন দলের নেতারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা অথবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা রেজুলেশন থাকতে হবে। গতরাতে মনোনয়ন ফরম বিতরণ শুরু করার ঘোষণা দেয়ায় এখনো রেজুলেশন হয়নি। একারণে প্রথমদিনে ফরম সংগ্রহ করতে আসেননি কেউ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল জানান, আগামীকাল (আজ) থেকে ফরম কিনতে ও জমা দিতে আসবেন দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। আগামী ২৮ ডিসেম্বর উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫টি পৌরসভার ভোটগ্রহণের কথা রয়েছে।

শেয়ার করুন: