করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সংখ্যাটা সারা পৃথিবীতেই ক্রমবর্ধমান। চিকিৎসা পদ্ধতি, টীকা নিয়ে চলছে চুলচেরা গবেষণা। তবে এত কিছুর মধ্যেও বিজ্ঞানীরা আশার আলো দেখাতে পারেননি।
এর মধ্যেই ফের এসেছে চাঞ্চল্যকর তথ্য। মনোবিদরা জানিয়েছেন প্রতি ৫ করোনা আক্রান্তের মধ্যে একজন চরম মানসিক রোগের শিকার হচ্ছেন, যা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে।
মনোরোগ বিশেষজ্ঞদের দাবি, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২০ শতাংশ রোগী সেরে ওঠার ৯০ দিনের মধ্যে চরম আকারের কোনও মানসিক রোগের শিকার হচ্ছেন। নানা ধরনের মানসিক বিকার দেখা যাচ্ছে তাদের মধ্যে, যা যথেষ্ট উদ্বেগজনক।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক পল হ্যারিসন জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে মনোরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৬৯ মিলিয়ন মানুষের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল, যাদের মধ্যে ৬২০০০ জন করোনা আক্রান্ত। সেখান থেকেই এই তথ্য উঠে এসেছে।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.