মশার পারফিউম

মশা থেকে বাঁচায় পারফিউম

মশার হাত থেকে বাঁচার জন্যে আমরা কত কিছুই না করি। কখনও মশারি আবার কখনও মশা তাড়ানোর কয়েল। প্রতিদিনই আসছে নতুন নতুন উপায়। কিন্তু সেগুলো কতটা উপকারি।

তা নিয়ে গবেষণা করেছিলেন নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। বিভিন্ন রকমের রেপেল্যান্ট এবং পারফিউমের উপরে একটি গবেষণা করেছিলেন তারা। যা প্রকাশিত হয়েছে জার্নাল অফ ইনসেক্ট সায়েন্সে।

দুটি ভিন্ন প্রজাতির মশার উপরে বাজারে পাওয়া যায় এমন ৮টি রেপেল্যান্ট, দুটি পারফিউম এবং একটি ভিটামিন বি প্যাচের পরীক্ষা করা হয়েছে।

এই গবেষণায় দেখা গেছে, যে সব রেপেল্যান্টে ডিইইটি আছে, সেই সব রেপেল্যান্ট মশা তাড়ানোর ক্ষেত্রে বেশি কার্যকর। তবে এই গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীদের অবাক করেছে অন্য একটি বিষয়।

অ্যাভন সংস্থার স্কিন সো সফট বাথ অয়েলের প্রভাব মশা দূর করতে সক্ষম হয়েছে প্রায় দু'ঘণ্টা পর্যন্ত।

অন্যদিকে ভিক্টোরিয়াজ সিক্রেট বম্বশেল পারফিউমের প্রভাব হয়েছে আরও দীর্ঘস্থায়ী।

গবেষণা সহকারী স্টেসি রড্রগিজ জানিয়েছেন, আগে মনে করা হত ফ্রুটি বা ফ্লোরাল গন্ধের দিকে মশা বেশি আকৃষ্ট হয়। কিন্তু গবেষণায় দেখা গেল ভিক্টোরিয়াজ সিক্রেটের এই সুগন্ধী যিনি লাগিয়েছিলেন, তাঁর দিকে মশা গেলই না।

শেয়ার করুন: