ফখরুল

ইভিএম ছুড়ে ফেলতে হবে : ফখরুল

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নয়, স্বচ্ছ ব্যালট বাক্সে ঢাকার দুই সিটির ভোটগ্রহণের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইভিএম দিয়েছে, নতুন একটা কৌশল। আমরা পরিষ্কার করে বলেছি, এই ইভিএম ছুড়ে ফেলে দিতে হবে। এই ইভিএম দিয়ে নির্বাচন হবে না। স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন করতে হবে এবং সেই দাবি আমাদের আদায় করে নিতে হবে।’

গতকাল রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দলের আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ হই, সমস্ত মানুষকে সংগঠিত করতে পারি, তাহলে এই নির্বাচনে (সিটি করপোরেশন) অবশ্যই তাদেরকে (আওয়ামী লীগ প্রার্থীকে) পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে পারব।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আগামী দিনগুলোতে নিজেদের আরো সংঘবদ্ধ করে, জিয়াউর রহমানের আদর্শে উদীপ্ত হয়ে খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই দানবকে পরাজিত করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা, খালেদা জিয়াকে মুক্ত এবং জনগণের মুক্তির জন্য আন্দোলনের দিকে এগিয়ে যাব।’

সভায় প্রধান অতিথির বত্তৃদ্ধতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জানে, জিয়াউর রহমানের সফলতাগুলো যদি মানুষের সামনে চলে আসে, বর্তমান প্রজন্মের সামনে চলে আসে, তাহলে আওয়ামী লীগে যেসব মিথ্যাচার করে রাজনীতি করছে তাদের সেগুলো কেউ বিশ্বাস করবে না।’

এদিকে গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন পালন করেছে বিএনপি। ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, এরপর জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ নানা কর্মসূচি ছিল দিবসটি উপলক্ষে।

শেয়ার করুন: