আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে অভ্যর্থনা উপ-কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নতুন ভবনের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আতাউর রহমান। সভায় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব অসীম কুমার উকিল সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।