কুকুর

‘কুকুর হয়ে জন্ম নিয়ে সৈনিক হিসেবে অবসর’

এতদিন ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) অপরিহার্য অংশ বলে ধরে নেয়া হত সাতটি কুকুরকে। মঙ্গলবার পুরোপুরি সম্মানের সঙ্গে তাদের বিদায় দেয়া হয়েছে। তাদের জন্য আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।

আধাসামরিক বাহিনীটিতে তারা দীর্ঘ আট বছর কর্মরত ছিল। নিজেদের টুইটার হ্যান্ডলে এক পোস্টে সিআইএসএফ জানিয়েছে, কুকুর হয়ে জন্ম নিয়ে সেনা হিসেবে তারা অবসর নিয়েছে।

তাদের বিদায় অনুষ্ঠানের ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। সিআইএসএফের অংশ হিসেবে কুকুরগুলো দিল্লি মেট্রোতে সক্রিয় ছিল। বিদায়কালে তাদের স্মারকচিহ্ন, মেডেল ও সনদপত্র দেয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, আধাসামরিক বাহিনীটি এই প্রথমবারের মতো এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করেছে, যাতে তাদের সঙ্গে কাজ করা কুকুরকেও বিদায় দেয়া হয়েছে। এছাড়া তাদের বিদায়ে একটি বার্তাও দিয়েছে সিআইএসএফ। দায়িত্বে তাদের ত্যাগ-তিতিক্ষার জন্য বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে। দীর্ঘ সময় নিঃস্বার্থ দায়িত্ব পালন করায় অনুষ্ঠানে কুকুরগুলোকে মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিদায় দেয়া হয়েছে।

শেয়ার করুন: