'সিলেট থেকে আখাউড়া পর্যন্ত হবে ডুয়েল গেজ রেললাইন'

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিলেট থেকে আখাউড়া পর্যন্ত সম্পূর্ণ নতুন রেললাইন করা হবে। নির্মাণ হবে ডুয়েল গেজ রেললাইন। ১৬টি আধুনিক রেল স্টেশন স্থাপন করা হবে। এ জন্য ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার বড়ছড়ার রেলসেতুর দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি একথা বলেন।

রেলমন্ত্রী বললেন, অধিক যাত্রীর চাপে উপবন ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়েছিল। তবে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ ও আহত সকলকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেলবিভাগ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর এলাকার মানুষ এগিয়ে এসে উদ্ধার শুরু করায় অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। মানুষ মানুষের বিপদেই এগিয়ে আসে সেটা আবারো এই অঞ্চলের মানুষ প্রমাণ করেছে। আমাদের ফায়ার ব্রিগ্রেড, পুলিশ র‌্যাব, বিজিবি, হাসপাতালের চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করতে হবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: