পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করবে না মোদির বিমান

পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১২ জুন) একথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে যাওয়ার কথা ছিলো মোদির।

এ বিবৃতিতে মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র বলেন, কিরগিজস্তানের বিশকেকে ভিআইপি বিমান যাওয়ার জন্য ওমান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলোর আকাশপথ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নৈতিক দিক বিবেচনা করে ভারতের আবেদনের পেক্ষিতে ১৩-১৪ জুনের বিশকেকে মোদির বিমান যাওয়ার অনুমতি দিয়েছিলো পাকিস্তান কর্তৃপক্ষ। তবে সে সুবিধা নিচ্ছেনা ভারত কর্তৃপক্ষ।

এদিকে, বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক আলোচনার কোন সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন: