হাসপাতালে 'পেট্রল বোমা' পাওয়ার ঘটনায় আ'লীগ উদ্বিগ্ন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল (বিএসএমএমইউ) হাসপাতালে পেট্রল বোমা পাওয়ায় আওয়ামী লীগ বেশি উদ্বিগ্ন।

হাসপাতালে পেট্রল বোমা সদৃশ বোতল উদ্ধারের ঘটনার সঙ্গে খালেদা জিয়াকে ইউনাইটেড বা অন্য কোন হাসপাতালে সরানোর পরিকল্পনার যোগসূত্র রয়েছে কিনা, তা তদন্তের দাবি রাখে।

কেন না এসব পেট্রল বোমার সঙ্গে বিএনপির নেতাকর্মিরাই ভালো পরিচিত। বিগত ২০১৩, ১৪, ও ১৫ সালে বিএনপিই পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছিল। তারা বাসে ট্রাকে নিক্ষেপ করেছিল।

তারা সরকারি-বেসরকারি সম্পত্তিতে পেট্রল বোমা নিক্ষেপ করেছিল। শনিবার বিকেলে নগরীর দেওয়ানজি পুকুরপাড়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রল বোমাসদৃশ একটি বোতল উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ।

এই হাসপাতালেরই আরেকটি ভবনে কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিত্সাধীন আছেন।

শেয়ার করুন: