Flowers-Bangladesh

তরুণদের ঈদ খরচের টাকায় দু’শতাধিক শিশু পেলো নতুন পোষাক

প্রেস বিজ্ঞপ্তি:
এবারও ঈদ খরচ বাঁচিয়ে একদল উদ্যোমী তরুণ রাজধানীতে দুই শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন পোষাকসহ উপহার সামগ্রী বিতরণ করেছে। শনিবার (১ জুন) সকালে জাতীয় শিশুকল্যাণ পরিষদে ফ্লাওয়ার্স বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সংগঠনের সদস্যরা ঈদ খরচ বাঁচিয়ে শিশুদের মাঝে নতুন জামা, সেমাই, চিনি, চকলেট, টুথ পেস্ট, ব্রাশ, নেইল কাটার, মেহেদী, সাবান ও শ্যাম্পু বিতরণ করেছে।

ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা উদ্যোমী তরুণ উদ্যোক্তা মাহমুদ খান বিজু জানান, কারো দানের টাকায় নয়, অনগ্রসর ও দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে তারা নিজেদের টাকায় ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

এ অনুষ্ঠানে সংগঠনের এস এম বাবর কবির সৃজন, চয়ন রাজা, মোবারক হোসেন, রিয়াসাত ইসলাম, তৌহিদ সাদ, লোপা, ঝর্ণা, বেহানা পারভীন, নাসরিন আজাদ, মিসকাত, পার্থ, রবিন, আলী খান, আকাশ শান্ত রহমান ও রনিসহ ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: