আমীর খসরু মাহমুদ চৌধুরী

‘খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া দেশের স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনা সম্ভব নয়। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হবে বলে জানান তিনি।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরের জামালখানের একটি মিলনায়তনে মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বক্তব্য দেন।

অপরদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন। এ সময় দলের আরেক ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন বক্তব্য দেন।

শেয়ার করুন: