অবিকল বঙ্গবন্ধু

চেহারায় অবিকল বঙ্গবন্ধু তিনি

এই লোকটির নাম আরুক মুন্সি। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার গ্রামে জন্ম সেখানেই বেড়ে ওঠা, কিন্তু চাকরির কারণে এখন ঢাকায় থাকেন। তবে সুযোগ পেলেই ছুটে যান টুঙ্গিপাড়ায়, যেখানে কেটেছে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরসহ জীবনের লম্বা সময়।

বঙ্গবন্ধুর সাথে তার চেহারার মিল এতটাই যে, হঠাৎ করে দেখলে যে কেউ বিভ্রান্ত হবেন। বিশেষ করে যখন তিনি বঙ্গবন্ধুর মতো পোশাক পরে বের হন, তখন সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে। কৌতুহলে তার সাথে ছবিও তোলেন অনেকেই।

সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন তিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় নানা অনিয়ম আর অনাচার তাকে কষ্ট দেয়। এরপরেও স্বপ্ন দেখেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ আরো এগিয়ে যাবে।

শেয়ার করুন: