পরনে তাঁর গেরুয়া বসন। গুহার ভিতরে গভীর ধ্যানে মগ্ন তিনি! তিনি কোনও সাধু বা সন্ন্যাসী নন। তিনি ভারতের প্রধানমন্ত্রী! দরজায় কড়া নাড়ছে তাঁর ভাগ্য নির্ধারণের চূড়ান্ত মুহূর্ত। তারই কয়েক প্রহর আগে অন্য রূপে দেখা মিলল নরেন্দ্র মোদীর। খবর এই সময়ের।
২ কিলোমিটার নিজের পায়ে হেঁটে উত্তরাখন্ডের কেদারনাথের ওই গুহা অবধি পৌঁছেছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, কাল সকাল অবধি ওই গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকবেন প্রধানমন্ত্রী।
এ দিন সকালেই কেদারনাথের যে যে জায়গাগুলি পুণর্গঠন করা হয়েছে, সেগুলির পর্যালোচনা করেছেন। আর তারপরে কেদারনাথ মন্দিরেও তিনি প্রার্থনা করেছিলেন। কাল সকালেই ওই গুহা থেকে নিজের ধ্যান ভঙ্গ করবেন বলে সূত্রের আরও খবর।