ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের একমাত্র ছেলে আশিক খান।
কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদকের পদ পেয়েছেন তিনি। এর আগে তিনি ঢাকা জেলা চিকিৎসা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। আশিক খান হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়নরত।
কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় অনুভূতি সম্পর্কে জানতে আশিক খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে ভিসির পুত্রকে ছাত্রলীগের পদ নেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকে শুভ কমানা জানালেও বেশিরভাগ শিক্ষার্থীই মনে করেন ঢাবি ভিসির পুত্র হিসেবে এসব পদ বেমানান।
উল্লেখ্য, সোমবার গণভবন থেকে ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।