তুরস্কের বিজয়ী এক কুস্তিগিরকে সম্প্রতি একটি রেসলিং প্রতিযোগিতায় পরাজিত ঘোষণা করেছে ঐ প্রতিযোগিতার রেফারী।জানা যায় প্রতিযোগিতার এক রাশিয়ান আনাস উসুলু নামের তুর্কি এক কুস্তিগিরের প্রতিদ্বন্দ্বী ছিলো।
আনাস উসুলু দ্বৈত এ প্রতিযোগিতায় রাশিয়ার এই প্রতিযোগীর বিপক্ষে বিজয়ী হবার পরে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহু আকবর বলে সেজদা দেয়ায় অন্যায় ভাবে তাকে বিজয়ীর বদলে পরাজিত ঘোষণা করে।
রেফারির এধরণের অনৈতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তুর্কি রেসলিং ফেডারেশন।
ফেডারেশনের চেয়ারম্যান বলেছেন, আনাস যখন আল্লাহু আকবর বলে সেজদা দিয়ে ফাইনালে অংশগ্রহণ করে, দুঃখজনকভাবে সে ২-০ রেটিং এ পিছিয়ে পড়ে আর কোটের রেফারী তাকে পরাজিত ঘোষণা করে।
কিন্তু সেমিফাইনালে ৬-০ পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালে নিশ্চিত বিজয়ী হওয়ার ক্ষণ গণনা করছিলো আনাস । এটা কুস্তির নিয়মের মধ্যে পড়েনা। আনাসের আরো সুযোগ ছিলো, সময়ও ছিলো।
সবশেষে তিনি আনাসকে কোরআনের এই আয়াত দিয়ে সান্ত্বনা দেন “হীনমন্য হয়ো না, দুঃখ করোনা, বিজয়ী তুমি হবেই যদি বিশ্বাস রাখতে পারো” – সূরা আল ইমরান।