গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৬

বন্দুকধারীরা উপাসনার সময় হামলা চালিয়ে পুরোহিতসহ ছয়জনকে হত্যা করেছে। আফ্রিকা মহাদেশের বুর্কিনা ফাসোর একটি গির্জায় এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ডাব্লোর উত্তর শহরে সকালের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ডাব্লোর মেয়র ওসমান জঙ্গো এএফপিকে বলেন, সকাল নয়টার দিকে (স্থানীয় সময় ৯টা) সশস্ত্র ব্যক্তি ক্যাথলিক গির্জায় প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর মানুষজন পালিয়ে যাওয়া শুরু করলে বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। এতে পুরোহিতসহ ছয়জনের মৃত্যু হয়।

ওসমান জঙ্গো আরও জানান, হামলাকারীরা যাওয়ার সময় কয়েকটি দোকান এবং একটি ছোট ক্যাফেতে আগুন দেয়। তাছাড়া একজন প্রধান নার্সের গাড়িতেও আগুন দেয় হামলাকারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত এই দেশটিতে দ্বিতীয়বারের মতো গির্জায় হামলার ঘটনা ঘটলো। জিহাদবাদী কিছু গ্রুপ বুর্কিনা এবং বৃহত্তর সাহেল অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

একটি সূত্র জানাচ্ছে হামলাকারীদের দলে ২০-৩০ জন বন্দুকধারী সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার, ছোট্ট শহর শীলগাজিতে একটি প্রোটেস্ট্যান্ট গির্জার হামলায় পাঁচজন নিহত হন।

শেয়ার করুন: