১৩ মে থেকে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

ঢাকাসহ দেশের বেশির ভাগ জায়গায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থা থাকবে আরও কমপক্ষে তিন দিন। এরপর বৃষ্টি হতে পারে, বলছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় ফণীর পর, কয়েক দিন ধরে নেই বৃষ্টির দেখা। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে সূর্যের তেজ। প্রকৃতির বিরূপ আচরণে বিপর্যস্ত জনজীবন।

কাজের তাগিদে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়ছেন শ্রমিকসহ নিম্ন আয়ের লোকজন। সামান্য স্বস্তির জন্য ছুটছেন গাছের ছায়ায়। রমজানে প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে রোজাদারদের।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। রাজধানীতে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ দশমিক দুই। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতি থাকবে আরও কয়েক দিন। ১৩ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কিছুটা কমতে পারে গরম। এ ছাড়া মে মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন: