আমার কন্যাদের মানুষের সামনে খেলতে দেব না : আফ্রিদি

সম্প্রতি নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার তার আত্মজীবনীতে অজানা অনেক বিষয় ফাঁস করেছেন, তাতে হয়েছেন অনেকেরই বিরাগভাজন।

এর মধ্যে একটি কথা বলে নারীবাদিদের তোপের মুখে পড়েছেন আফ্রিদি। নিজে ক্রিকেটার হলেও তার মেয়েদের কিছুতেই মানুষের সামনে খেলতে দেবেন না, সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।

ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডধারী আফ্রিদির ঘরে চার মেয়ে-আকসা, আজওয়া, আসমারা আর আনশা। তারা সবাই পড়াশোনার সঙ্গে খেলাধুলাতেও ভীষণ পারদর্শী আত্মজীবনীতে সেটা জানিয়েছেন আফ্রিদি।

কিন্তু যা কিছুই হোক, নিজের মেয়েদের মানুষের সামনে খেলতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন আফ্রিদি। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘আকসা দশম গ্রেডে পড়ে, আনসা নবমে। তারা দুজনই খেলা এবং পড়াশোনায় খুব ভালো। আজওয়া আর আসমারা ছোট, তারা সুন্দর কাপড় পড়তে পছন্দ করে। আমি তাদের যে কোনো খেলায় অনুমতি দিয়েছি, যদি সেটা ইনডোরে হয়।’

তিনি নিজে ক্রিকেটার ছিলেন, কিন্তু মেয়েদের বাইরে গিয়ে ক্রিকেট খেলতে দেবেন না। আফ্রিদি বলেন, ‘ক্রিকেট? না, এটা আমাদের মেয়েদের জন্য নয়। তাদের সব ধরণের ইনডোর খেলার অনুমতি আছে। তবে আমার মেয়েরা মানুষের সামনে কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নেবে না।’

কেন তিনি বাধা দেবেন, সেটাও জানিয়ে দিয়েছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেন, ‘এটা সামাজিক এবং ধর্মীয় কারণে। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, তাদের মা-ও এতে সম্মতি দিয়েছে। নারীবাদিরা যা খুশি বলুক, রক্ষণশীল পাকিস্তানি বাবা হিসেবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন: