লিচু খাওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই নেতাকে মারধরের জেরে ইজারা দেওয়া বাগানের সব লিচু পেড়ে নিয়েছেন রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৯ মে) বিকেলে ছাত্রলীগের ২০-২৫জন নেতাকর্মী মিলে ওই বাগান থেকে বস্তা বোঝাই লিচু নামিয়ে বিভিন্ন হলে নিয়ে যায়। এতে দেড় লাখ টাকায় ইজারা দেওয়া বাগান এখন অনেকটাই লিচু শুন্য হয়ে গেছে।
এর আগে, গত মঙ্গলবার (৭ মে) রাতে ওই বাগানে চুরি করে লিচু পাড়তে গেলে ছাত্রলীগের আট নেতাকর্মীকে মারধর করে বাগানের প্রহরীরা। এতে ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাননের দুই হাত ভেঙে যায় ও উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদির পায়ে গুরুতর জখম হয়।
ওইদিন রাতেই ছাত্রলীগ নেতা ইমরান বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের নামে মতিহার থানায় মামলা করেন। এরপর থেকে ইজারাদারের কোনো লোকজনকে ক্যাম্পাসে দেখা যায়নি ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার (০৯ মে) বিকেলে ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক মনির, ছাত্রলীগ কর্মী মিনহাজ, মমিনুলসহ বেশ কয়েকজনকে লিচু পাড়তে দেখা যায়। এসময় কথা বলতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তারা।
তিনিসহ উপস্থিত সবাই নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করেন। তবে তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে সংগঠনটির একাধিক সূত্র।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের কাছ থেকে এ বছর টেন্ডারের মাধ্যমে নগরীর ভদ্রা এলাকার আব্দুল্লাহ ইবনে মনোয়ার প্রায় এক লাখ ৫২ হাজার টাকায় ওই বাগানটি ইজারা নেন। তিনি বাগানটি পাহারা দেওয়ার জন্য প্রহরী নিযুক্ত করেন।
ছাত্রলীগের সঙ্গে মারধরের ঘটনায় তাদের নামে মতিহার থানায় মামলা হয়। পরে তারা বাগানে আসা বন্ধ করে দেন। এই সুযোগে বৃহস্পতিবার বিকালে বিশ-ত্রিশজন একসঙ্গে বাগানের গাছগুলো থেকে লিচু পেড়ে নেন। এ সময় তারা লিচুসহ ডালও কেটে ফেলেন।