ন্যায্যমূল্যের দাবিতে ধানে আগুন দিয়ে বিক্ষোভ

গাইবান্ধায় ন্যায্য মুল্যের দাবিতে ধানে আগুন দিয়ে বিক্ষোভ কর্মসুচী করেছে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখা। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ফুলছড়ি উপজেলার মদনের পাড়া বাজারে এ বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচীতে বাসদ মার্কসবাদী দলের সকল নেতারাসহ সাধারণ মানুষ অংশ নেয়।

এ সময় রাস্তার উপরে ধানে আগুন লাগিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা ধান-ভুট্টাসহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করাসহ সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার দাবি জানান।

শেয়ার করুন: