মিসরের ৫৫ বছরের এক শিক্ষক ৩০ পারা কুরআন মাত্র ১৪০ দিনে হাতে লিখেছেন। ডাকহলিয়া প্রদেশের শহিদ মুস্তাফা ভ্যাটিডি প্রাইমারি স্কুলের আরবি ক্যালিগ্রাফির শিক্ষক হামদি বাহরাভি ৪ মাস ২০ দিনে এই কাজটি করেছেন।
আরবি ক্যালিগ্রাফির এ শিক্ষক জানান, পবিত্র কুরআনুল কারিম হাতে লেখা শুরু করার আগে তার নিকটাত্মীয়রা তাকে এ কাজে হাত দিতে বারণ করেছিলেন। তিনি সবার বাধা অতিক্রম করে তার ক্যালিগ্রাফির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ কাজে সফলতা লাভ করেন। তিনি এ কাজের জন্য তার এলাকায় অনেক খ্যাতি লাভ করেছেন।
পবিত্র কুরআনের হাতে লেখা পাণ্ডুলিপিটি ৩০ সেন্টিমিটার প্রস্থ এবং ৪০ সেন্টিমিটার দৈর্ঘ্য; যা ৪১৫ পৃষ্ঠায় সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটি তৈরির কাজে তার খরচ হয়েছে ১২৫ পাউন্ড। তার লিখিত কোরআনের পাণ্ডুলিপিটি ইতোমধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে নির্ভুল ঘোষণা করেছে।
ক্যালিগ্রাফার হামিদ বাহরাভি বলেন, বর্তমানে আমি পবিত্র কুরআনের একটি বড় পাণ্ডুলিপি লেখা শুরু করেছি। যা গত ৭ মাসে প্রায় ১২ পারা লেখা সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটির লেখায় এখন পর্যন্ত তার ব্যয় হয়েছে ২৭০০ মিশরীয় পাউন্ড।
নতুন এই পাণ্ডুলিপিটির কাজ শেষ হলে তিনি তা পর্যবেক্ষণের জন্য মিসরের জামে আল-আজহারে নিয়ে যাবেন। পর্যবেক্ষণ শেষে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেবেন।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.