প্যাকেটজাত দুধের ৯৬টির ৯৩টিতেই মিলেছে সীসা-ব্যাকটেরিয়া!

বাজারে প্যাকেটজাত দুধের ৯৬টি নমুনা পরীক্ষা করে ৯৩টিতে সীসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ। বুধবার (৮ মে) হাইকোর্টে দাখিলকৃত তাদের রিপোর্টে এমনটাই জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রিপোর্টে বলা হয়, প্যাকেটজাত তরল দুধের ৩১টির মধ্যে ১৮টিতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান রয়েছে। বাজারজাত দুধে সীসা ও বিষাক্ত পদার্থ মেশানো হয়, হাইকোর্টের দেয়া এমন রুলের জবাবে বিএসটিআই ১৬ সদস্যের কমিটি গঠন করে।

দুধে বিষাক্ত বস্তু মেশানোর সাথে যারা জড়িত তাদের চিহ্ণিত করে রিপোর্ট দিতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মে দিন ঠিক করেছেন আদালত।

সেইসাথে রাজধানী ঢাকার কোন কোন এলাকায় ওয়াসার পানি বেশি খারাপ তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আজ পানি পরীক্ষা করে হাইকোর্টে দাখিল করার কথা থাকলেও ওয়াসা জানিয়েছে, তাদের ৩টি ল্যাবে একযোগে এই পরীক্ষা করলেও ৩ মাস সময় প্রয়োজন।

শেয়ার করুন: