পিস টিভিকে জমি দেয়া ভিত্তিহীন, অপপ্রচার করছে ভারত: মালয়েশিয়া

আন্তর্জাতিক ইসলামী বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির জন্য জমি ও জাতীয় সম্প্রচারের জন্য স্লট দেয়া দাবি ভিত্তিহীন বলছে মালয়েশিয়া। আর এটি ভারতীয় গণমাধ্যম অপপ্রচার করছে বলে দাবি করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ভারতীয় সংবাদমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রচার করা হয়েছে, যা ভিত্তিহীন। প্রধানমন্ত্রী কার্যালয় বলে, আমরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে ব্যাখ্যা করতে চাই।

প্রসঙ্গত, ২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করে ভারত। ২০১৭ সালের অক্টোবরে মুম্বাইয়ের একটি আদালতে জাকির নায়েক ও অন্যদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)

পরে জাকির নায়েক ও তার পরিবারের সদস্যদের ১৬ কোটি ৪০ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিলন্ডারিংয়ের অভিযোগে এ সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়। সব মিলিয়ে এ নিয়ে জাকির নায়েকের ৫১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সূত্র: স্টার অনলাইন

শেয়ার করুন: