সাহরি খাওয়া সুন্নত। সাহরিতে রয়েছে বরকত ও কল্যাণ। ইয়াহুদি-খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোররাতে সাহরি গ্রহণ করত না। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভোররাতে সাহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন। এ কারণেই সাহরি খাওয়া উম্মাহর জন্য সুন্নাত।
সাহরি খাওয়ার পর রোজা রাখার জন্য যে নিয়ত করতে হয় তাই সাহরি বা রোজার দোয়া। দোয়াটি হলো-
উচ্চারণ : বিসাওমি গাদান নাওয়াইতু মিন শাহরি রামাদ্বান।
অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি।
পরিশেষে...
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ও বরকতের ঘোষণায় ভোর রাতে সাহরি খাওয়া মুসলিম উম্মাহর জন্য জরুরি। আর সাহরি খাওয়ার পরই রোজার নিয়ত করতে হয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসব্যাপী সাহরি খাওয়ার পর নিয়ত তথা সাহরির দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।